ROJ BELA SESHE MP3 SONG LYRICS IN BANGLA BY MAHTIM SHAKIB FROM RINI (DRAMA):
ROJ BELA SESHE LYRICS BY MAHTIM SHAKIB FROM RINI (DRAMA) : Presenting ' Roj Bela Sehse ' Bengali Romantic song lyrics.This song is sung by extremely talented Bangladeshi Singer Mahtim Shakib & Lyrics penned By Sirajum Munir.While the music is composed by Naved Parvez.This is a track from the drama titled 'RINI ' featuring Very talented Afran Nisho & beautiful Mehazabien Chowdhury in the lead role & Directed By Mizanur Rahman Aryan under his banner called ' Mr. Aryan Films '.
SONG CREDITS :
■ Song: Roj Bela Seshe
■ Singer: Mahtim Shakib
■ Lyric : Sirajum Munir
■ Music: Naved Parvez
■ Drama : RINI(2019)
■ Production : Mr.Aryan Films
■ Label:
■ Release Date :
■ Song: Roj Bela Seshe
■ Singer: Mahtim Shakib
■ Lyric : Sirajum Munir
■ Music: Naved Parvez
■ Drama : RINI(2019)
■ Production : Mr.Aryan Films
■ Label:
■ Release Date :
ROJ BELA SESHE BY MAHTIM SHAKIB FULL SONG
ROJ BELA SESHE LYRICS
আমার আকাশ কুসুম
ভাবনাগুলো
পেয়ে তোমায় হলো খুব গোছালো।
অনুভুতি ছুঁয়ে আসা বাতাসের ঘ্রাণে,
আমি মিশে থাকি,
গানে আর শত অভিমানে।
মনে জমে
থাকা প্রেমের আধুলি,
তুমি দিও আমায় ভালোবেসে।
নেবো দু'হাত মেলে তার সবই,
রোজ এক এক হয়ে,
বেলা শেষে।
কিছু একলা সময় এসে পাশে,
খুব আপন হয়ে নিঃশ্বাসে।
আজ আঁকড়ে জড়িয়ে আছে এ মন,
পিছু ছাড়ছে না কেন যে অকারণ।
আলো হারাবার আগে,
যে গোধূলি
হয় অকারণ খুবই অভিমানী।
নেবো দু'হাত মেলে তার সবই,
তোমার অগোচরে প্রতিদিনই।
ফিরে পাক সুখের আলোয়
আজ আলোকিত মুক্ত আকাশে,
নতুন সপ্নগুলো মেলছে ডানা,
ছোট আঙ্গুলের নরম পরশে।
মনে জমে
থাকা প্রেমের আধুলি,
তুমি দিও আমায় ভালোবেসে।
নেবো দু'হাত মেলে তার সবই,
রোজ এক এক হয়ে, বেলা শেষে।
][ সমাপ্ত ][
ভাবনাগুলো
পেয়ে তোমায় হলো খুব গোছালো।
অনুভুতি ছুঁয়ে আসা বাতাসের ঘ্রাণে,
আমি মিশে থাকি,
গানে আর শত অভিমানে।
মনে জমে
থাকা প্রেমের আধুলি,
তুমি দিও আমায় ভালোবেসে।
নেবো দু'হাত মেলে তার সবই,
রোজ এক এক হয়ে,
বেলা শেষে।
কিছু একলা সময় এসে পাশে,
খুব আপন হয়ে নিঃশ্বাসে।
আজ আঁকড়ে জড়িয়ে আছে এ মন,
পিছু ছাড়ছে না কেন যে অকারণ।
আলো হারাবার আগে,
যে গোধূলি
হয় অকারণ খুবই অভিমানী।
নেবো দু'হাত মেলে তার সবই,
তোমার অগোচরে প্রতিদিনই।
ফিরে পাক সুখের আলোয়
আজ আলোকিত মুক্ত আকাশে,
নতুন সপ্নগুলো মেলছে ডানা,
ছোট আঙ্গুলের নরম পরশে।
মনে জমে
থাকা প্রেমের আধুলি,
তুমি দিও আমায় ভালোবেসে।
নেবো দু'হাত মেলে তার সবই,
রোজ এক এক হয়ে, বেলা শেষে।
][ সমাপ্ত ][
এই গানটি সম্পর্কে কিছু তথ্যঃ
রোজ বেলা শেষে শিরোনামের এই গানটি মিজানুর রহমান আরিয়ানের ' ঋণী ' নাটক থেকে নেয়া হয়েছে। গানটির কথা লিখেছেন সিরাজুম মুনির এবং সংগীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ। গানটিতে কণ্ঠ দিয়েছেন তরুন শিল্পী মাহতিম সাকিব। রাজীব হাসানের গল্পে মিজানুর রহমান আরিয়ান পরিচালনা করেছেন নাটক ‘ঋণী’। এতে জুটি বেঁধেছেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। জনপ্রিয় এ দুই অভিনয়শিল্পীকে সায়েদ ও রিনি চরিত্রে ‘ঋণী’তে অভিনয় করতে দেখা গিয়েছে। এই নাটকে আরো অভিনয় করেছেন রাশেদা চৌধুরী, শিল্পী সরকার অপু, ওমর আয়াজ অনি প্রমুখ।
নাটকটি ২৬ ডিসেম্বর ২০১৮ রাত ৮টায় আরটিভিতে প্রচারিত হয়।
কাহিনী সংক্ষেপঃ
রিনি(মেহজাবীন চৌধুরী) সম্ভ্রান্ত পরিবারের মেয়ে হলেও ভালোবাসে মধ্যবিত্ত পরিবারের ছেলে সায়েদকে (আফরান নিশো) । সায়েদ রিনিকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছে তাদের এই ভালোবাসার শেষ পরিণতি সুখের হবে না। কিন্তু রিনি তার ভালোবাসাকে নিজের করে পাওয়ার জন্য সায়েদকে এবং সায়েদের পরিবারকে নিজের করে নিয়েছে। অন্যদিকে, রিনির বাবা রিনির জন্য বিয়ে ঠিক করেন তারই বন্ধু আসিফের ছেলের সঙ্গে। রিনি তার ভালোবাসার মানুষকে পেতে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করে সায়েদকে। বিয়ের কয়েক মাস পর সায়েদের চাকরি চলে গেলে তাদের সুখের সংসার অনেকটা কমে দাঁড়ায়। এভাবেই এগিয়ে গিয়েছে ' ঋণী ' নাটকের কাহিনী।
No comments:
Write মন্তব্য(গুলি)