Tuesday, November 26, 2019

BAJE SHOBHAB (বাজে স্বভাব) LYRICS - REHAAN | BENGALI SONG 2018

BAJE SHOBHAB BY REHAAN FULL MP3 SONG LYRICS IN BANGLA :

baje-shobhab-by-rehaan-lyrics,baje-shobhab-lyrics,baje-shobhab-mp3-song-lyrics
আমার এই বাজে স্বভাব, কোনোদিন যাবেনা
BAJE SHOBHAB LYRICS BY REHAAN : Presenting ' Baje Shobhab ' Bengali Song Lyrics.This song is sung By Rehaan & also Lyrics planned By Himself.While the Music was composed By Prithwi Raj & Backing Vocal By Syed Nafis, Guitar tuned by Khandoker Galib.




SONG CREDITS :

■ Song Name : Baje Shobhab
■ Singer : Rehaan
■ Lyrics : Rehaan
■ Composer : Prithwi Raj
■ Label : Jilapi Originals
■ Release Date : Jun 15, 2018

AMAR EI BAJE SHOBHAB OFFICIAL MUSIC VIDEO


BAJE SHOBHAB LYRICS IN BANGLA 

কথা হবে দেখা হবে,
প্রেমে প্রেমে মেলা হবে,
কাছে আসা আসি আর হবে না।

চোখে চোখে কথা হবে,
ঠোঁটে ঠোঁটে নাড়া দেবে,
ভালবাসা-বাসি আর হবে না।

শত রাত জাগা হবে,
থালে ভাত জমা রবে,
খাওয়া দাওয়া কিছু মজা হবে না।

হুট করে ফিরে এসে,
লুট করে নিয়ে যাবে,
এই মন ভেঙে যাবে জানো না।

আমার এই বাজে স্বভাব - কোনোদিন যাবেনা,
আমার এই বাজে স্বভাব - কোনোদিন যাবেনা।

ভুলভাল ভালবাসি,
কান্নায় কাছে আসি,
ঘৃণা হয়ে চলে যাই থাকি না।

কথা বলি একাএকা,
সেধে এসে খেয়ে ছ্যাঁকা,
কেনো গাল দাও আবার বুঝি না।

খুব কালো কোনো কোণে,
গান শোনাবো গোপনে,
দেখো যেনো আর কেউ শোনে না।

গান গেয়ে চলে যাবো,
বদনাম হয়ে যাবো,
সুনাম তোমার হবে হোক না।

আমার এই বাজে স্বভাব - কোনোদিন যাবেনা,
আমার এই বাজে স্বভাব - কোনোদিন যাবেনা।

যদি তুমি ভালোবাসো,
ভালো করে ভেবে এসো,
খেলে ধরা কোনো খানে রবে না।

আমি ছুঁয়ে দিলে পরে,
অকালেই যাবে ঝরে,
গলে যাবে যে বরফ গলে না।

আমি গলা বেচে খাবো,
কানের আশেপাশে রবো,
ঠোঁটে ঠোঁটে রেখে কথা হবে না।

কারো একদিন হবো,
কারো একরাত হবো,
এর বেশি কারো রুচি হবে না।

আমার এই বাজে স্বভাব - কোনোদিন যাবেনা,
আমার এই বাজে স্বভাব - কোনোদিন যাবেনা।

কথা হবে দেখা হবে,
প্রেমে প্রেমে মেলা হবে,
কাছে আসা আসি আর হবে না।

চোখে চোখে কথা হবে,
ঠোঁটে ঠোঁটে নাড়া দেবে,
ভালবাসা-বাসি আর হবে না।

শত রাত জাগা হবে,
থালে ভাত জমা রবে,
খাওয়া দাওয়া কিছু মজা হবে না।

হুট করে ফিরে এসে,
লুট করে নিয়ে যাবে,
এই মন ভেঙে যাবে জানো না।

আমার এই বাজে স্বভাব - কোনোদিন যাবেনা,
আমার এই বাজে স্বভাব - কোনোদিন যাবেনা।
][ সমাপ্ত ][ 

FERATE PARINI (ফেরাতে পারিনি) LYRICS - REHAAN RASUL | BENGALI SONG

ferate-parini-lyrics-rehaan-rasul-appoinment-letter
FERATE PARINI LYRICS BY REHAAN RASUL FROM APPOINTMENT LETTER - The song 'Ferate Parini' is sung by Rehaan Rasul and lyrics penned by Mahmud Manzoor.While the music is composed by Naved Parvez.This is the open sourch track of the drama 'Appointment Letter ' featuring Afran Nisho and Mehazabien Chowdhury in the lead role.

SONG CREDITS :
■ Song : Ferate Parini Ami
■ Singer : Rehaan Rasul
■ Lyrics : Mahmud Manzoor
■ Music : Naved Parvez
■ Drama : Appointment Letter (2019)
■ Label : CINEMAWALA
■ Release Date : Jan 14, 2019


FERATE PARINI FULL SONG



FERATE PARINI BY REHAAN LYRICS

সবই বুঝি,
তবু অবুঝের মতো।
তোমায় খুঁজি,
নিয়ে হারানোর ক্ষত।

আজও ভাবি,
কেন বেদনার মতো,
হৃদয়ে আঁকি,
নীল প্রজাপতি শত।

ফেরাতে পারিনি আমি,
পারিনি তোমার হতে।
তুমিতো গিয়েছো চলে,
দ্রুতলয়ে আলোর পথে।

সবই বুঝি,
তবু অবুঝের মতো।
তোমায় খুঁজি,
নিয়ে হারানোর ক্ষত।

আজও ভাবি,
কেন বেদনার মতো,
হৃদয়ে আঁকি,
নীল প্রজাপতি শত।

সেই যে ভালোবেসে,
হৃদয়ের পাল তুলে।
প্রেমের বৈঠা নিয়ে,
অজানায় গিয়েছো চলে।

ফেরাতে পারিনি আমি,
পারিনি তোমার হতে।
তুমিতো গিয়েছো চলে,
দ্রুতলয়ে আলোর পথে।

সবই বুঝি,
তবু অবুঝের মতো।
তোমায় খুঁজি,
নিয়ে হারানোর ক্ষত।

আজও ভাবি,
কেন বেদনার মতো,
হৃদয়ে আঁকি,
নীল প্রজাপতি শত।

এই যে আলো থেকে,
আঁধারে দিয়েছো ঠেলে।
কী যে একা একা লাগে,
চোখ ভিজে লোনা জলে।

ফেরাতে পারিনি আমি,
পারিনি তোমার হতে।
তুমিতো গিয়েছো চলে,
দ্রুতলয়ে আলোর পথে।

সবই বুঝি,
তবু অবুঝের মতো।
তোমায় খুঁজি,
নিয়ে হারানোর ক্ষত।

আজও ভাবি,
কেন বেদনার মতো,
হৃদয়ে আঁকি,
নীল প্রজাপতি শত।
][ সমাপ্ত ][


ফেরাতে পারিনি লিরিক্স

ফেরাতে পারিনি শিরোনামের এই গানটিতে কণ্ঠ দিয়েছেন বাজে স্বভাব খ্যাত সংগীত শিল্পী রেহান রাসুল। মাহমুদ মনজুর'র কথায় গানটির সংগীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ। নাভেদ ‘যদি একদিন’ ও ‘সুপার হিরো’ সিনেমার গান এবং আবহ সংগীত করছেন। 'অ্যাপয়েন্টমেন্ট লেটার’ নাটকের গান এটি। নাটকের চিত্রনাট্য ও পরিচালনা করেছেন এবি রোকন। তিনি লম্বা সময় কাজ করেছেন জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের সহকারী পরিচালক হিসেবে। সিনেমাওয়ালার ব্যানারে নাটকটি প্রযোজনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ নিজেই।

LOKKHI SHONA (লক্ষীসোনা) LYRICS - JODI EKDIN | HRIDOY KHAN - TAHSAN - SRABANTI

LOKKHI SHONA BY HRIDOY KHAN FULL MP3 SONG LYRICS IN BANGLA FROM JODI EKDIN :

lokkhi-shona-lyrics,lokkhi-shona-by-hridoy-khan-lyrics,lokkhi-shona-by-hridoy-khan-mp3-song,rupkotha-tui-to-amari-lyrics,rupkotha-tui-to-amari-lyrics,rupkotha-tui-to-amari-lyrics
লক্ষীসোনা ( হৃদয় খান ) লিরিক্স
LOKKHI SHONA LYRICS BY HRIDOY KHAN FROM JODI EKDIN : Presenting ' Lokkhi Shona ' Bengali Song Lyrics.This song is sung By Hridoy Khan & Lyrics planned by.While the music is also composed By Hridoy Khan.This is a track of the film " JODI EKDIN " featuring Tahsan Khan,Srabanti & Taskin Rahman in the lead Role & Directed By Mostofa Kamal Raz.



SONG CREDITS :

■ Song Name : Lokkhi Shona
■ Singer : Hridoy Khan
■ Lyrics :
■ Composer : Hridoy Khan
■ Label : BENGAL Multimedia Ltd.
■ Release Date : Unreleased


LOKKHI SHONA BY HRIDOY KHAN FULL AUDIO SONG


RUPKOTHA TUI TO AMARI LYRICS IN BANGLA

 লক্ষীসোনা, আদর করে দিচ্ছি তোকে,
লক্ষ চুমু, মায়া ভরা তোরই মুখে।
লক্ষীসোনা, আদর করে দিচ্ছি তোকে,
লক্ষ চুমু, মায়া ভরা তোরই মুখে।

কলিজা তুই আমার, তুই যে নয়নের আলো,
লাগেনা তুই ছাড়া, লাগেনা তো যে ভালো।

রূপকথা তুই তো আমারই,
জীবনের চেয়ে আরো দামি।
রূপকথা তুই তো আমারই,
জীবনের চেয়ে আরো দামি।

তুই আমার জীবন,
তুই ছাড়া মরণ,
তুই যে আমারই
সাত রাজারও ধন। - [ ২ বার ]

কলিজা তুই আমার, তুই যে নয়নের আলো,
লাগেনা তুই ছাড়া, লাগেনা তো যে ভালো।

রূপকথা তুই তো আমারই,
জীবনের চেয়ে আরো দামি।
রূপকথা তুই তো আমারই,
জীবনের চেয়ে আরো দামি।

তুই চাঁদের কণা - তুই ছানা বোনা,
তুই যে আমারই - সব সুখেরই ঘর।
তুই চাঁদের কণা - তুই ছানা বোনা,
তুই যে আমারই - সব সুখেরই ঘর।

কলিজা তুই আমার, তুই যে নয়নের আলো,
লাগেনা তুই ছাড়া, লাগেনা তো যে ভালো।

রূপকথা তুই তো আমারই,
জীবনের চেয়ে আরো দামি।
রূপকথা তুই তো আমারই,
জীবনের চেয়ে আরো দামি। - [ ২ বার ]
][ সমাপ্ত ][