FERATE PARINI LYRICS BY REHAAN RASUL FROM APPOINTMENT LETTER - The song 'Ferate Parini' is sung by Rehaan Rasul and lyrics penned by Mahmud Manzoor.While the music is composed by Naved Parvez.This is the open sourch track of the drama 'Appointment Letter ' featuring Afran Nisho and Mehazabien Chowdhury in the lead role.
SONG CREDITS :
■ Song : Ferate Parini Ami
■ Singer : Rehaan Rasul
■ Lyrics : Mahmud Manzoor
■ Music : Naved Parvez
■ Drama : Appointment Letter (2019)
■ Label : CINEMAWALA
■ Release Date : Jan 14, 2019
SONG CREDITS :
■ Song : Ferate Parini Ami
■ Singer : Rehaan Rasul
■ Lyrics : Mahmud Manzoor
■ Music : Naved Parvez
■ Drama : Appointment Letter (2019)
■ Label : CINEMAWALA
■ Release Date : Jan 14, 2019
FERATE PARINI FULL SONG
FERATE PARINI BY REHAAN LYRICS
সবই বুঝি,
তবু অবুঝের মতো।
তোমায় খুঁজি,
নিয়ে হারানোর ক্ষত।
আজও ভাবি,
কেন বেদনার মতো,
হৃদয়ে আঁকি,
নীল প্রজাপতি শত।
ফেরাতে পারিনি আমি,
পারিনি তোমার হতে।
তুমিতো গিয়েছো চলে,
দ্রুতলয়ে আলোর পথে।
সবই বুঝি,
তবু অবুঝের মতো।
তোমায় খুঁজি,
নিয়ে হারানোর ক্ষত।
আজও ভাবি,
কেন বেদনার মতো,
হৃদয়ে আঁকি,
নীল প্রজাপতি শত।
সেই যে ভালোবেসে,
হৃদয়ের পাল তুলে।
প্রেমের বৈঠা নিয়ে,
অজানায় গিয়েছো চলে।
ফেরাতে পারিনি আমি,
পারিনি তোমার হতে।
তুমিতো গিয়েছো চলে,
দ্রুতলয়ে আলোর পথে।
সবই বুঝি,
তবু অবুঝের মতো।
তোমায় খুঁজি,
নিয়ে হারানোর ক্ষত।
আজও ভাবি,
কেন বেদনার মতো,
হৃদয়ে আঁকি,
নীল প্রজাপতি শত।
এই যে আলো থেকে,
আঁধারে দিয়েছো ঠেলে।
কী যে একা একা লাগে,
চোখ ভিজে লোনা জলে।
ফেরাতে পারিনি আমি,
পারিনি তোমার হতে।
তুমিতো গিয়েছো চলে,
দ্রুতলয়ে আলোর পথে।
সবই বুঝি,
তবু অবুঝের মতো।
তোমায় খুঁজি,
নিয়ে হারানোর ক্ষত।
আজও ভাবি,
কেন বেদনার মতো,
হৃদয়ে আঁকি,
নীল প্রজাপতি শত।
][ সমাপ্ত ][
তবু অবুঝের মতো।
তোমায় খুঁজি,
নিয়ে হারানোর ক্ষত।
আজও ভাবি,
কেন বেদনার মতো,
হৃদয়ে আঁকি,
নীল প্রজাপতি শত।
ফেরাতে পারিনি আমি,
পারিনি তোমার হতে।
তুমিতো গিয়েছো চলে,
দ্রুতলয়ে আলোর পথে।
সবই বুঝি,
তবু অবুঝের মতো।
তোমায় খুঁজি,
নিয়ে হারানোর ক্ষত।
আজও ভাবি,
কেন বেদনার মতো,
হৃদয়ে আঁকি,
নীল প্রজাপতি শত।
সেই যে ভালোবেসে,
হৃদয়ের পাল তুলে।
প্রেমের বৈঠা নিয়ে,
অজানায় গিয়েছো চলে।
ফেরাতে পারিনি আমি,
পারিনি তোমার হতে।
তুমিতো গিয়েছো চলে,
দ্রুতলয়ে আলোর পথে।
সবই বুঝি,
তবু অবুঝের মতো।
তোমায় খুঁজি,
নিয়ে হারানোর ক্ষত।
আজও ভাবি,
কেন বেদনার মতো,
হৃদয়ে আঁকি,
নীল প্রজাপতি শত।
এই যে আলো থেকে,
আঁধারে দিয়েছো ঠেলে।
কী যে একা একা লাগে,
চোখ ভিজে লোনা জলে।
ফেরাতে পারিনি আমি,
পারিনি তোমার হতে।
তুমিতো গিয়েছো চলে,
দ্রুতলয়ে আলোর পথে।
সবই বুঝি,
তবু অবুঝের মতো।
তোমায় খুঁজি,
নিয়ে হারানোর ক্ষত।
আজও ভাবি,
কেন বেদনার মতো,
হৃদয়ে আঁকি,
নীল প্রজাপতি শত।
][ সমাপ্ত ][
ফেরাতে পারিনি লিরিক্স
ফেরাতে পারিনি শিরোনামের এই গানটিতে কণ্ঠ দিয়েছেন বাজে স্বভাব খ্যাত সংগীত শিল্পী রেহান রাসুল। মাহমুদ মনজুর'র কথায় গানটির সংগীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ। নাভেদ ‘যদি একদিন’ ও ‘সুপার হিরো’ সিনেমার গান এবং আবহ সংগীত করছেন। 'অ্যাপয়েন্টমেন্ট লেটার’ নাটকের গান এটি। নাটকের চিত্রনাট্য ও পরিচালনা করেছেন এবি রোকন। তিনি লম্বা সময় কাজ করেছেন জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের সহকারী পরিচালক হিসেবে। সিনেমাওয়ালার ব্যানারে নাটকটি প্রযোজনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ নিজেই।
No comments:
Write মন্তব্য(গুলি)