Tuesday, November 26, 2019

BAJE SHOBHAB (বাজে স্বভাব) LYRICS - REHAAN | BENGALI SONG 2018

BAJE SHOBHAB BY REHAAN FULL MP3 SONG LYRICS IN BANGLA :

baje-shobhab-by-rehaan-lyrics,baje-shobhab-lyrics,baje-shobhab-mp3-song-lyrics
আমার এই বাজে স্বভাব, কোনোদিন যাবেনা
BAJE SHOBHAB LYRICS BY REHAAN : Presenting ' Baje Shobhab ' Bengali Song Lyrics.This song is sung By Rehaan & also Lyrics planned By Himself.While the Music was composed By Prithwi Raj & Backing Vocal By Syed Nafis, Guitar tuned by Khandoker Galib.




SONG CREDITS :

■ Song Name : Baje Shobhab
■ Singer : Rehaan
■ Lyrics : Rehaan
■ Composer : Prithwi Raj
■ Label : Jilapi Originals
■ Release Date : Jun 15, 2018

AMAR EI BAJE SHOBHAB OFFICIAL MUSIC VIDEO


BAJE SHOBHAB LYRICS IN BANGLA 

কথা হবে দেখা হবে,
প্রেমে প্রেমে মেলা হবে,
কাছে আসা আসি আর হবে না।

চোখে চোখে কথা হবে,
ঠোঁটে ঠোঁটে নাড়া দেবে,
ভালবাসা-বাসি আর হবে না।

শত রাত জাগা হবে,
থালে ভাত জমা রবে,
খাওয়া দাওয়া কিছু মজা হবে না।

হুট করে ফিরে এসে,
লুট করে নিয়ে যাবে,
এই মন ভেঙে যাবে জানো না।

আমার এই বাজে স্বভাব - কোনোদিন যাবেনা,
আমার এই বাজে স্বভাব - কোনোদিন যাবেনা।

ভুলভাল ভালবাসি,
কান্নায় কাছে আসি,
ঘৃণা হয়ে চলে যাই থাকি না।

কথা বলি একাএকা,
সেধে এসে খেয়ে ছ্যাঁকা,
কেনো গাল দাও আবার বুঝি না।

খুব কালো কোনো কোণে,
গান শোনাবো গোপনে,
দেখো যেনো আর কেউ শোনে না।

গান গেয়ে চলে যাবো,
বদনাম হয়ে যাবো,
সুনাম তোমার হবে হোক না।

আমার এই বাজে স্বভাব - কোনোদিন যাবেনা,
আমার এই বাজে স্বভাব - কোনোদিন যাবেনা।

যদি তুমি ভালোবাসো,
ভালো করে ভেবে এসো,
খেলে ধরা কোনো খানে রবে না।

আমি ছুঁয়ে দিলে পরে,
অকালেই যাবে ঝরে,
গলে যাবে যে বরফ গলে না।

আমি গলা বেচে খাবো,
কানের আশেপাশে রবো,
ঠোঁটে ঠোঁটে রেখে কথা হবে না।

কারো একদিন হবো,
কারো একরাত হবো,
এর বেশি কারো রুচি হবে না।

আমার এই বাজে স্বভাব - কোনোদিন যাবেনা,
আমার এই বাজে স্বভাব - কোনোদিন যাবেনা।

কথা হবে দেখা হবে,
প্রেমে প্রেমে মেলা হবে,
কাছে আসা আসি আর হবে না।

চোখে চোখে কথা হবে,
ঠোঁটে ঠোঁটে নাড়া দেবে,
ভালবাসা-বাসি আর হবে না।

শত রাত জাগা হবে,
থালে ভাত জমা রবে,
খাওয়া দাওয়া কিছু মজা হবে না।

হুট করে ফিরে এসে,
লুট করে নিয়ে যাবে,
এই মন ভেঙে যাবে জানো না।

আমার এই বাজে স্বভাব - কোনোদিন যাবেনা,
আমার এই বাজে স্বভাব - কোনোদিন যাবেনা।
][ সমাপ্ত ][